শ্যামনগর

শ্যামনগরে মহিলা বিষয়ক অফিসের সেবা নিয়ে গণশুনানি

  ডেস্ক রিপোর্ট ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ২:১৮:৫০ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের আয়োজনে এবং লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডিশ দূতাবাসের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬ নং আড়পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। আরও উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা, ইউপি সদস্য উমা রানী মল্লিক, মাহতাব উদ্দিন ও মোকিন্দ পাইক, উপকূলীয় প্রেস ক্লাবের সম্পাদক হুদা মালী এবং লিডার্সের CREA প্রকল্পের কর্মকর্তারা।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি. এম. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।

প্রধান অতিথি মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান— ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, ভিজিডি কার্ড প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধসহ ১২ ধরনের সেবা নারীদের জন্য দেওয়া হয়। এসব সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি কার্যকর ভূমিকা রাখবে।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা সেবা গ্রহণে বিদ্যমান সমস্যা তুলে ধরে সমাধানের দাবি জানান। অতিথিরা এসব প্রশ্নের জবাব দেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশ্বাস দেন, সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর