সারাদেশ

কয়রায় বিশ্ব শিক্ষক দিবস পালিত : র‌্যালি ও আলোচনা সভা

  কয়রা প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৩:২০:১০ অনলাইন সংস্করণ

“শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি সমাজ গড়ার কারিগর” এই মর্মবাণীকে সামনে রেখে খুলনার কয়রায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী।
প্রধান শিক্ষক মো. আমির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শরিফুল আলম, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহ, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিসুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকের হাত ধরেই একটি জাতি এগিয়ে যায়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকের অবদান অমূল্য। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে শিক্ষক সমাজের মর্যাদা, অধিকার ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা জরুরি।
আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আরও খবর