ডেস্ক রিপোর্ট ১২ অক্টোবর ২০২৫ , ৪:২০:৪২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে দেবনগর বাইপাসস্থ উমর বিন খাত্তাব (রাঃ) জামে মসজিদে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হাফেজ আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি এস. এম. মামুন হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে ন্যায়, ইনসাফ ও সাম্যের আদর্শে গড়ে তুলতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি জনশক্তিকে দায়িত্বশীলতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রফেসর শহীদুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মাসুম বিল্লাহ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ইউনিট সদস্য মাস্টার আব্দুর রউফসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।