কালিগঞ্জ প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০০:১৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে ভেজাল পদার্থ পুশ করার অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা এবং জব্দকৃত চিংড়ি বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)-কে হাতেনাতে আটক করা হয়। তার বাড়ি থেকে ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়, যেগুলোতে বিভিন্ন পদার্থ দিয়ে পুশ করা হয়েছিল।
পরে আদালতের নির্দেশে জব্দকৃত চিংড়িগুলো পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত নজরুল ইসলামকে ৭ হাজার টাকা অর্থদÐ করা হয়।
অভিযানে কালিগঞ্জ থানার এসআই সমির গাইনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।