কলারোয়া

নিখোঁজের তিন দিন পর ঘের থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  শেখ ফরিদ আহমেদ ময়না ২৭ আগস্ট ২০২৫ , ৪:১০:৩৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কলারোয়ায় তিন দিন নিখোঁজ থাকার পর ঘেরের পানিতে ভেসে উঠল ইমরান (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার কাজিরহাট তেলপাম্পের সামনে আরিফুলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ইমরান কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার পর থেকে ইমরানের আর কোনো খোঁজ মিলছিল না। পরিবার তাকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। নিখোঁজের তিন দিন পর ঘেরের পানিতে ভেসে থাকা মরদেহ প্রথমে কেউ চিনতে পারেনি। পরে মরদেহের পাশে থাকা মানিব্যাগ ও জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “মরদেহটি উপুড় হয়ে ভেসে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে। মরদেহ ফুলে গেছে এবং আংশিক গলে গেছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি এই মৃত্যুর পেছনে রহস্য উন্মোচন করতে হবে দ্রুত।

আরও খবর